ছাত্রদল কখনো চাঁদাবাজি করে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

৩০ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০২:০৯ PM
বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে স্মরণসভায় ছাত্রদলের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে স্মরণসভায় ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, ‘ছাত্রদল কখনো হল দখল, টেন্ডারবাজি বা চাঁদাবাজি করে না। আমাদের শিক্ষকরা আমাদের নৈতিকতা শেখায়। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধৈর্যের প্রতীক। তার কাছ থেকে আমাদের ধৈর্য শেখা উচিত।’

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এ স্মরণসভার করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। অনুষ্ঠান শেষে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

সাহেদ আহম্মেদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির কাণ্ডারি তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামিয়েছিলেন। আমরা সেই আন্দোলনে সফল হয়েছি। দেশ থেকে ফ্যাসিবাদকে নামাতে পেরেছি। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। আমরা এখন একটা সুন্দর নির্বাচন চাই। জুলাই-আগস্টের যেসব ভাই-বোন শহিদ হয়েছেন, তাদের স্মরণে রাখতে আমাদের এ স্মরণসভা। তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের যে জগদ্দল পাথর আমাদের ওপর ছিল, সেটা সরিয়েছে আমাদের ছাত্র সমাজ। আন্দোলনের শহিদদের কারণে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা তার নেতাকর্মীদের কথা চিন্তা করেনি। এটাই হচ্ছে আওয়ামী লীগের কাজ। শেখ মুজিবও একই কাজ করেছিলেন। কিন্তু বিএনপি এমন রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি ছাত্রদলের কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি কৃতিত্ব ভাগাভাগি করে নিতে চায়। এটাই বিএনপির বড় আদর্শ।’

বিশেষ অতিথি ছিলেন ইউট্যাবের ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। এ ছাড়া শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, রোকন উদ্দিন; সদস্য রাফিজ আহম্মেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীর প্রতিষ্ঠান ‘আইসিটি বাংলা ডটকম’ প…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9