পুলিশ-বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান 

বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা
বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা   © সংগৃহীত ছবি

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক সাংবাদিকসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এ ঘটনায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এর আগে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।


সর্বশেষ সংবাদ