পায়েলুজ্জামান রক্সি ও রইসুল ইসলাম রানা © সংগৃহীত
নীলফামারী সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি এবং সদস্য সচিব রইসুল ইসলাম রানা। জেলা শাখা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১৪ আগস্ট নীলফামারী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, মশিউর রহমান মিহির, রাকিবুল ইসলাম রাকিব, বুলেট ইসলাম।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, রায়হান চৌধুরী; শাহীন আলম সাগর; নাইম ইসলাম; মেহেদী হাসান; ক্যাবিলিয়ান হাসান সোহাগ।
এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের ওপর জেলা ছাত্রদলের নেতারা যে আস্থা রেখেছেন এবং আমাদের যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’
কমিটির বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব রইসুল ইসলাম নয়ন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের আস্তার জায়গাকে আরও বলিষ্ঠ করা ও ত্যাগী-পরিশ্রমী-সাহসী নেতার দ্বারা কলেজের পরবর্তী নেতৃত্ব গঠন করাই আমাদের প্রধান কাজ। এর মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, এদেশের মানুষের মুক্তির পথককে সুগম করবে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল।’