ঢাবির ১৮ হলে ছাত্রদলের ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেলে যারা আছেন

২০ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১০ AM
হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাবির ১৮টি হলে ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেল প্রকাশ করে সংগঠনটি। 

এদিকে সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থীতা ঘোষণা করে।  এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেওয়া হয়েছে। 

কবি জসীমউদ্দীন হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. আব্দুল ওহেদ, সাধারণ সম্পাদক: সিফাত ইবনে আমিন, সহকারী সাধারণ সম্পাদক: মোহতাসিম বিল্লাহ হিমেল সাহিত্য সম্পাদক: রাফি আহম্মেদ উৎস, সংস্কৃতি সম্পাদক: মো. মুনতাসির, পাঠকক্ষ সম্পাদক: সাফায়াত আহসান, ইনডোর গেমস সম্পাদক: তানজিম সাকিব, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আদিল মাহমুদ, সমাজসেবা সম্পাদক: আরিয়ান চৌধুরী,  সদস্য: হৃদয় ভূঁইয়া, মোহাম্মদ হাসান, মো. তানজিউর রহমান (হিশাম)  ও নাহিদুল আলম।

মাস্টারদা সূর্যসেন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক : লিয়ন মোল্যা, সহকারী সাধারণ সম্পাদক: সামিউল আমিন গালিব, সাহিত্য সম্পাদক: সিদরাতুল মুনতাহা আলিফ, সংস্কৃতি সম্পাদক: সাব্বির হাসান, পাঠকক্ষ সম্পাদক: শাকিল আহাম্মেদ, ইনডোর গেমস সম্পাদক: নাজিম উদ্দিন, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: শাদমান সাকিব, সমাজসেবা সম্পাদক: শিপন মিয়া, সদস্য: লিমন মেজর লিংকন, মো. সুমন হোসাইন, জাওয়াদ আহমেদ শিকদার ও যুহাম পাশা।

বিজয় একাত্তর হল সংসদে রয়েছেন-  সহ-সভাপতি: মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাকিব বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক: সুলতান মো. সাদমান সিদ্দীক, সাহিত্য সম্পাদক: মাহফুজুর রহমান,  সংস্কৃতি সম্পাদক: মুহাম্মদ ইকবাল মাহমুদ, পাঠকক্ষ সম্পাদক: মোস্তাফিজুর রহমান পলাশ, ইনডোর গেমস সম্পাদক: শাহরিয়ার ইসলাম হৃদয়, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: ফাহিম আহমেদ, সমাজসেবা সম্পাদক: ইমতিয়াজ রনি, সদস্য: আহনাফ আহমেদ রাফি, সাঈদ হাসান সাদ, সোলায়মান হোসেন রবি ও মো. তাহমিদ মুবিন রাতুল।

আরও পড়ুন: ডাকসুর ছাত্রদলের প্যানেলে আবিদ-হামিমসহ যারা আছেন

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আবুজার গিফারী ইফাত, সাধারণ সম্পাদক : মহিবুল ইসলাম আকন্দ, সহকারী সাধারণ সম্পাদক: মো. তানভীর আহমেদ জিয়াম, সাহিত্য সম্পাদক: ইফতেখার হাসনাত ইফতি, সংস্কৃতি সম্পাদক: শাহজালাল বারী, পাঠকক্ষ সম্পাদক: মাসুম রানা, ইনডোর গেমস সম্পাদক: জাওয়াদ সাব্বির চৌধুরী মুগ্ধ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: নাদিম মাহমুদ শিহাব, সমাজসেবা সম্পাদক: সাজ্জাদ হোসাইন রবিন, সদস্য: গাজী মো. ওমর ফারুক, মাহির ইবনে ওমর, আব্দুল্লাহ ও ইলহাম তাইয়েব খন্দকার জারিফ।

শেখ মুজিবুর রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: সাইফ আল ইসলাম দীপ, সাধারণ সম্পাদক : রিনভী মোশাররফ, সহকারী সাধারণ সম্পাদক: মো. আব্দুল্লাহ আজীম, সাহিত্য সম্পাদক : মো. শাহিনুর ইসলাম শাহিন, সংস্কৃতি সম্পাদক: সাদমান সাকিব শাওন, পাঠকক্ষ সম্পাদক: নাফি বিন মামুন, ইনডোর গেমস সম্পাদক: আনোয়ারুল হোসাইন, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান, সমাজসেবা সম্পাদক: মো. তৌহিদুর রহমান তাহসিন, সদস্য: রেজোয়ান মাহমুদ ফারুকী, রিজভী আহমেদ, সাজ্জাদ হোসেন ও  মো. ফয়সাল হোসেন।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. ইমন মিয়া, সাধারণ সম্পাদক: তাওহিদুল ইসলাম তাইমুন, সহকারী সাধারণ সম্পাদক: সৈয়দ ইয়ানাথ ইসলাম, সাহিত্য সম্পাদক: মো. সৈকত হোসেন, সংস্কৃতি সম্পাদক: রাকিবুল হাসান, পাঠকক্ষ সম্পাদক: মো. মাহফুজ আলী, ইনডোর গেমস সম্পাদক: মেহেদী হাসান রিফাত, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মো. সবুজ আহমেদ, সমাজসেবা সম্পাদক: মো. মোজাম্মেল হক, সদস্য: মো. মাহিন আকন্দ, সাইমুম খান রাদিল, মো. আহরাফ খান ও  মুনতাসির মিছবা অহন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: হাসিবুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক ৪ নাজমুস সাকিব, সহকারী সাধারণ সম্পাদক: হুমায়ন কবীর, সাহিত্য সম্পাদক সিয়াম ইবনে সুলতান মিরাজ ও সংস্কৃতি সম্পাদক: মো. অন্তর সেখ, পাঠকক্ষ সম্পাদক: আশিকুর রহমান, ইনডোর গেমস সম্পাদক: সাঈফ আলী শিথিল, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: হারুনুর রশিদ, সমাজসেবা সম্পাদক: মো. মুজাহিদুল ইসলাম সরকার, সদস্য: মো. সানিন সাইদ, নাজমুস সাকিব খান, হাসিবুল আলম তাহিন ও জাহিদ হাসান রাসেল।

স্যার এ এফ রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক: কাওসার হামিদ, সহকারী সাধারণ সম্পাদক: মো. মাহদীজ্জামান জ্যোতি, সাহিত্য সম্পাদক: তাওহিদুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: মোহাম্মদ মুবিন, পাঠকক্ষ সম্পাদক:ফারহান শাহরিয়ার চৌধুরী, ইনডোর গেমস সম্পাদক: শাহরিয়ার তানজিল, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আলামিন মিয়া, সমাজসেবা সম্পাদক: মো. মাসুম বিল্লাহ, সদস্য: মো. মেহেদী হাসান শিমুল, শাহারিয়া হোসেন জয়, মো. নাজমুল হাছান ও  মুতাসিম বিল্লাহ রাযিন তকী।

জগন্নাথ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: পল্লব চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক: সত্যজিৎ দাস, সহকারী সাধারণ সম্পাদক: প্রসেনজিৎ বিশ্বাস, সাহিত্য সম্পাদক : ঝলক দাস, সংস্কৃতি সম্পাদক: বাঁধন চন্দ্র রায়, পাঠকক্ষ সম্পাদক : চিন্ময় রায় শুভ, ইনডোর গেমস সম্পাদক: সুদীপ্ত রায় অনিরুদ্ধ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: সাম্য চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক: দুর্জয় চন্দ্র রায়, সদস্য: ধ্রুব রায়, নিলয় কুমার গুপ্ত, প্রতীক কুমার নন্দী ও লিখন রায়।

ফজলুল হক মুসলিম হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক: হারুন খান সোহেল, সহকারী সাধারণ সম্পাদক: রাজু চৌধুরী, সাহিত্য সম্পাদক : জাহিদুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: ফুয়াদ আল নাসের সিয়াম, পাঠকক্ষ সম্পাদক: সরফরাজ হোসেন ইউসুফ শিপন, ইনডোর গেমস সম্পাদক: জাবের আল হাসান পার্থ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক: মো. সোহেল, সদস্য: তীব্র হোসেন আবু সাঈদ, তাহমিদ আল রহমান দিগন্ত, ফারদিন হাওলাদার ও হামিম তাসরিফ আবির।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: আশিকুর রহমান, সাধারণ সম্পাদক: রবিউল ইসলাম নাহিদ, সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ জুনায়েদ আবরার, সাহিত্য সম্পাদক: মো. হাদিউল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: শাবাব আশফাক পরশ, পাঠকক্ষ সম্পাদক: সোহানুর রহমান সোহান, ইনডোর গেমস সম্পাদক: নূর মোহাম্মদ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: সিফাত খান, সমাজসেবা সম্পাদক: ওয়ালিউর রহমান, সদস্য: মো. আতিক মোসাদ্দিক জিহাদ, মো. তানজিল, আলী হোসেন ও মো: মইনুল হোসেন সামিম।

অমর একুশে হল সংসদে বিভিন্ন পদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক : শাহনোমান জিওন, সহকারী সাধারণ সম্পাদক: নূরুল আমিন তায়েব, সাহিত্য সম্পাদক : নাজমুল কাদের, সংস্কৃতি সম্পাদক: নাহিদ হোসাইন, পাঠকক্ষ সম্পাদক : আতিকুর রহমান বিপ্লব, ইনডোর গেমস সম্পাদক: রাফি আহমেদ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মোস্তাফিজুর রহমান রিফাত, সমাজসেবা সম্পাদক: নাফিউল হাসান তালুকদার, সদস্য: কোরবান আলী, মোসাদ্দেক আলী, মবিন মিয়া ও মাহাদী হাসান সানিম।

শামসুন নাহার হল সংসদে ৫ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: তায়েবা হাসান বিথী, সাধারণ সম্পাদক: রাবেয়া খানম জেরিন, সংস্কৃতি সম্পাদক: সোহাগী জাহান, পাঠকক্ষ সম্পাদক: লামিয়া আক্তার লিমা ও সদস্য: নওরীন আলম।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ৬ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: সাদিয়া রশিদ (চাঁদনী), সাধারণ সম্পাদক: মালিহা বিনতে খান (অবন্তী), সহকারী সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস (ইতি), সাহিত্য সম্পাদক: সুমাইয়া আলম (লিরা), ইনডোর গেমস সম্পাদক: মাইশা মাহজাবীন (মেধা) ও সমাজসেবা সম্পাদক: এশা রহমান।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: শারমিন খান, সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস পুতুল ও সমাজসেবা সম্পাদক: জেবিন মুস্তারী।

কবি সুফিয়া কামাল হল সংসদের ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে প্যানেলে আছেন- সহ-সভাপতি: তাসনিয়া জান্নাত চৌধুরী, সাধারণ সম্পাদক: তাওহিদা সুলতানা, সহকারী সাধারণ সম্পাদক: জাকিয়া সুলতানা আলো, সাহিত্য সম্পাদক: ইশিতা জাহান অর্না, সংস্কৃতি সম্পাদক: দেবজ্যোতি সিঁথি, পাঠকক্ষ সম্পাদক: বদরুন নাহার, ইনডোর গেমস সম্পাদক: তামিমা সিদ্দিক, সমাজসেবা সম্পাদক: তৃপ্তি পাল ও সদস্য: জ্যোতি রায়।

রোকেয়া হল সংসদের ১২ সদস্যের প্যানেলে আছেন- সহ-সভাপতি: মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক: আনিকা বিনতে আশরাফ, সহকারী সাধারণ সম্পাদক: শ্রাবন্তী হাসান বন্যা, সাহিত্য সম্পাদক : নিসর্গ সেবা, সংস্কৃতি সম্পাদক: শরিফা ইসলাম সূচনা, পাঠকক্ষ সম্পাদক : সাকিবা সুলতানা বন্যা, ইনডোর গেমস সম্পাদক: সাদিয়া আফরিন এ্যানি, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মেহনাজ রহমান নিসফা, সমাজসেবা সম্পাদক: অর্পিতা সাহা, সদস্য: আফিয়া আতিকা, জান্নাতুল ফেরদৌসী জুঁই ও শেখ শাম্মী আক্তার।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান বিএনপির
  • ১৫ জানুয়ারি ২০২৬
নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে, বিতর্কিত নির…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি আন্তর্জাতিক স্কলারশিপ
  • ১৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে সাত কলেজের হামলা, আহত ৭
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি জানাল বিএনপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9