কাল পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

২০ জুলাই ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:৪৫ PM
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ © সংগৃহীত

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম অগ্রভাগ। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ ও সাহসিকতা সেই সময় গড়ে তুলেছিল অনন্য এক উদাহরণ। সেই বীরত্ব, সংগ্রাম ও প্রতিরোধের স্মৃতিকে স্মরণ করতেই পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’।

আগামীকাল সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানমালা। আয়োজনের দায়িত্বে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এক চিঠিতে বলেন, ‘আপনি জেনে আনন্দিত হবেন যে, মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালন উপলক্ষে শহীদদের স্মরণে ২১ জুলাই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, উত্তর কাজলা (ডেমরা) যাত্রাবাড়ীতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ‘সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়সমূহের উপদেষ্টাবৃন্দ ও সরকারের সচিববৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

অনুষ্ঠান সূচিতে বলা হয়েছে, বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আসরের আগ পর্যন্ত শহীদ পরিবারের কথামালা (স্মৃতিচারণ), শহীদদের তালিকা উপস্থাপন, মাদ্রাসা প্রধান, শিক্ষকমণ্ডলী ও ছাত্র সমন্বয়কদের বক্তব্য। আসরের নামাজের পর অতিথিরা বক্তব্য দেবেন। মাগরিবের পর মাদ্রাসা শহীদদের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত সাড়ে ৯টায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ভাইভায় যেসব কাগজপত্র লাগবে, জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিপিএল ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৩ জানুয়ারি ২০২৬