জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১০:২২ AM
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই একটি কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষিত মাসব্যাপী কর্মসূচির শিরোনাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এ কর্মসূচির আওতায় ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা পরিচালনা করবেন দলীয় নেতারা। এ পদযাত্রার মাধ্যমে জুলাই ঐক্য, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও জাতীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে এনসিপি।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’। এ উপলক্ষে সারা দেশে সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
আরও পড়ুন: ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘ছাত্রজনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি। এ ছাড়া ৫ আগস্ট পালন করা হবে ‘ছাত্রজনতার মুক্তি দিবস’।
এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই একটি কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্যসচিব হিসেবে আছেন অনিক রায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, অনিক রায়সহ কেন্দ্রীয় নেতারা।