ইবি ছাত্র সাজিদের মৃত্যুর ঘটনার তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ছাত্রদলের

১৯ জুলাই ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০১:২৯ PM
ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ কর্মসূচির আয়োজন করেন সংগঠনের নেতা-কর্মীরা। 

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে সাজিদের সহপাঠীদের আয়োজিত ‘প্রশাসনের গায়েবানা জানাজা’ এবং ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করেন তারা। 

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী রোকন, স্বাক্ষর, তৌহিদ, আলামিনসহ শতাধিক নেতা-কর্মী। 

কর্মসূচিতে সাজিদের বন্ধু আজহার বলেন, ‘সাজিদের সঙ্গে আমি ২০১৮ সাল থেকে রয়েছি। হুট করেই শুনতে পাই যে, তার লাশ ভেসে উঠেছে। তার অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তার মৃত্যুর সঠিক বিচার নিশ্চিতে ছাত্রদলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাই। সবার প্রতি অনুরোধ থাকবে, দলমত নির্বিশেষে সবাই যেন সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তর ব্যাপারে সোচ্চার থাকে।’

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সাজিদের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আমাদের আজকেই এই কর্মসূচি। প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি, সে দাবির ধারাবাহিকতায়ই আমরা এখানে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা এখনো সিসিটিভির আওতায় আনা হয়নি।’

আরও পড়ুন: ইবির ছাত্রী হলে বিক্ষোভ, শিক্ষার্থী মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচার দাবি

তিনি বলেন, ‘একটা সময় এখানে সিসি ক্যামেরা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলো অকেজো। আমরা বার বার নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে কর্ণপাত করছে না। শিক্ষার্থীদের যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘অনেকেই বলছে ঘটনার দিন সাজিদকে দেখা গেছে। কারা তার সঙ্গে ছিল, তা সামনে আনা হোক। শোনা যাচ্ছে, তার লাশ যখন ভেসে ছিলো তখনও তার ফোন রিসিভ হয়েছে। কে সেই কল রিসিভ করলো, তা তদন্ত করা হোক।’

ছাত্রদলের এ নেতা বলেন, ‘পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে সাজিদের ফোনের সব কল ট্র‍্যাক করা হোক, ফোনের সব তথ্য পর্যালোচনা করা হোক। সাজিদের মৃত্যুতে আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত দাবি করছি। যদি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয়, তাহলে আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করব।’ 

কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পরিদর্শকের মৌখিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউটিউব থেকে বাড়তি আয়ের ৩ কৌশল
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
এখন প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
  • ১৯ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস পরীক্ষা: প্রতি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9