রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি ঘোষণা

০৯ জুলাই ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫০ PM
গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন

গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের সংকট নিরসনে ৫ দফা দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, অধিকাংশ শিক্ষার্থী মেসের উচ্চমূল্যের অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছে এবং আবাসনের অভাবে মানবেতর জীবন যাপন করছে। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ৫ দফা দাবি উত্থাপন করেন তারা।

গণতান্ত্রিক ছাত্র জোটের অভিযোগ, প্রশাসন হল ডাইনিং বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার দায় এড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ গণরুম বা বাইরের মেসে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে। এছাড়া তারা আরো  অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষাবান্ধব প্রশাসনের প্রত্যাশা পূরণ হয়নি। বরং পূর্বের সংকটগুলো এখনো বহাল রয়েছে।

দাবি বাস্তবায়নে গণতান্ত্রিক ছাত্রজোট আগামী ৭ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও তারা ৫ দফা প্রধান দাবি উত্থাপান করেছে। 

দাবিগুলো হলো নতুন হল- নির্মাণ ও শতভাগ আবাসিকতা নিশ্চিত করা, বৈধ সিট বণ্টন চালু ও গণরুম ব্যবস্থা কার্যকর করা, ডাইনিংয়ে ভরতুকি দিয়ে মানসম্মত খাবার সরবরাহ, ক্যাম্পাস ও আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সংস্কার, মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু, প্রয়োজনীয় জনবল ও ওষুধ সরবরাহ, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে রাকসু নির্বাচন আয়োজন ও বিভিন্ন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শতভাগ আবাসনসহ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। কিন্তু এই বিপ্লবী প্রশাসন ভরতুকি দিয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পুষ্টিকর খাবার নিশ্চিত করার বদলে ডাইনিং বন্ধ করিয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অস্বীকার করছে।

তিনি আরো বলেন, সম্প্রতি বেশ কিছু সংগঠন শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করলেও তাদের কাজে রাকসু নির্বাচনের জনসংযোগের প্রধান উদ্দেশ্যই ছিল কি না তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সে প্রশ্ন উঠেছে। নিরাপদ খাদ্য ও শিক্ষার পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে উপরিউক্ত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। 

উপরিউক্ত দাবিগুলো পূরণ করার লক্ষ্যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের আহ্বান জানান তিনি। 

আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9