সুহাইল মাহদীন সাদী © ফেসবুক থেকে নেওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা সুহাইল মাহদীন সাদী। মঙ্গলবার (১ জুলাই) সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, আজ ১ জুলাই ২০২৫, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। এই এক বছরে ‘জুলাই বিপ্লব’সহ রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশের লক্ষ্যে সংগঠনের ব্যানার তলে যা যা করা উচিত মনে করেছি, তা-ই করেছি। কিন্তু এখন মনে করছি, এই পদে থেকে সংগঠনকে যথাযথভাবে সেবা দিতে পারছি না। তাই নিজের বিবেক ও দায়িত্ববোধ থেকে সরে দাঁড়াচ্ছি।
সুহাইল মাহদীন স্পষ্ট করে বলেছেন, তার পদত্যাগের পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, ক্ষোভ বা সংগঠনের প্রতি অসন্তোষ নেই। বরং এটি একটি ‘সম্মানজনক ও সংবেদনশীল সিদ্ধান্ত’, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও লেখেন, নেতৃত্ব মানেই কেবল একটি পদ নয়, বরং সত্যিকারের নেতৃত্ব আসে বিশ্বাস, ত্যাগ ও চেতনা থেকে। আমি পদ ছাড়লেও আন্দোলন ছাড়িনি। বৈষম্যের বিরুদ্ধে, ‘জুলাই’-এর আদর্শ রক্ষায় আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।
জুলাই আন্দোলনের প্রতি নিজের অগাধ বিশ্বাস ও ভালোবাসা ব্যক্ত করে তিনি লেখেন, জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি একটি আদর্শ, একটি স্বপ্ন, একটি দীপ্ত প্রতিজ্ঞা। আমি ব্যক্তিগতভাবে এই চেতনায় বিশ্বাসী এবং ‘জুলাই’ নিয়ে যেকোনো কাজের সাথে থাকার অঙ্গীকার করছি।”
সুহাইল মাহদীন তার স্ট্যাটাসের শেষাংশে উল্লেখ করেন, নেতৃত্ব ছাড়লেও চেতনা ছাড়িনি, পদ ছেড়েছি কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন আর এই বিপ্লব—সবসময় বুকের ভিতর গেঁথে থাকবে। জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
পদত্যাগ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।