বয়স নিয়ে বাগ্‌যুদ্ধ চলছেই: ছাত্রশিবির ও ছাত্রদল সভাপতির বয়স আসলে কত?

৩০ জুন ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৫:৩৬ PM
ছাত্রশিবির সভাপতি জাহিদ ও ছাত্রদল সভাপতি রাকিব

ছাত্রশিবির সভাপতি জাহিদ ও ছাত্রদল সভাপতি রাকিব © টিডিসি সম্পাদিত

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের বয়স নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এবার তিনি একই প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের বয়স ও ছাত্রত্ব নিয়েও।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।

এদিকে এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তবে ছাত্রদল সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরকে ছাত্রদল জড়িয়ে বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম। 

এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রত্বের বিষয়ে বলেন, ‌‘ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই। শিবিরের কেন্দ্রীয় কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা সকলে এখনো নিয়মিত ক্লাস করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সভাপতি নিজেও নিয়মিত ক্লাস করেন।’

তবে বয়সের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ্য করেননি কেউই। এমন সমীকরণে প্রশ্ন উঠেছে ছাত্রশিবির ও ছাত্রদল সভাপতির বয়স কত?  

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০২৪ সালের ২ মার্চ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তার কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রত্ব নেই। 

জানা গেছে, রাকিব ১৯৮৮ সালের ২০ জানুয়ারি উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের বাসিন্দা ক্বারি ছাইর উদ্দিন ও মোছা. ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। সে হিসেবে ছাত্রদল সভাপতির বয়স প্রায় ৩৭ বছর। 

রাকিব ৬ ভাই ও ৪ বোনের মধ্যে চতুর্থ। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা-মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন। নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পার হন রাকিব। পরে উপজেলার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। এরপর ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। 

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সেখানেই তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এটি তার তৃতীয় মাস্টার্স ডিগ্রি। এর আগে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তিনি ছাত্রশিবির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন। 

এদিকে ছাত্রশিবির সভাপতির বয়স সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালের ২ আগস্ট তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তার বয়স ৩৩ বছর। 

তিনি ফেনীর আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পাস করেছেন।

লন্ডনে ট্রাক চাপায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
  • ২১ জানুয়ারি ২০২৬
লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9