পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়া সেই ছাত্রদল নেতা বহিষ্কার

২৭ জুন ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
ছড়িয়ে পড়া পরীক্ষা কেন্দ্রে তোলা ছবি

ছড়িয়ে পড়া পরীক্ষা কেন্দ্রে তোলা ছবি © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও প্রচলিত নীতিমালা লঙ্ঘন করে মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন। এই শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে এইচএসসি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আলোচনায় এসেছেন মোহাম্মদ সানাউল্লাহ। দলবলসহ তার কেন্দ্রে প্রবেশ এবং শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ১০টার দিকে মোহাম্মদ সানাউল্লাহ পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে প্রবেশ করেন। তিনি একাধিক কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। এ সময় তার সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের কোম্পানিসহ আরও কয়েকজন ছিলেন।

ছবিগুলো তিনি নিজেই নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। পরে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে।

প্রসঙ্গত, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে। অথচ, এ নির্দেশনা উপেক্ষা করেই এ অনধিকার প্রবেশের ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “আমার এলাকায় পরীক্ষা হচ্ছে, তাই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পরীক্ষা তখনও শুরু হয়নি। এরপর কেন্দ্র সচিব এসে আমাকে অনুরোধ করেন বের হয়ে যেতে, আমি তখনই চলে আসি।”

ট্যাগ: ছাত্রদল
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬