১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রতিশ্রুতি প্রতারণামূলক: বুলবুল

২৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ AM
বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল

বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল © টিডিসি ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের হেফজুল উলুম কামিল মাদ্রাসা মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের ওপর জুলুম চলে— এমন সরকার নয়, বরং একটি নতুন ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে চায় ১০ দলীয় ঐক্য জোট। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সরকার গঠন করে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট একটি আমানত। অর্থ, কাপড়, টাকা বা লুঙ্গির বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। একটি ভোটেই দেশের সরকার গঠিত হয়। তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অতীতে ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি কিংবা ফ্যামিলি কার্ডের মতো নানা প্রতিশ্রুতি ছিল প্রতারণামূলক।

তিনি আরও বলেন, আমরা ভোট কিনতে চাই না, বরং ভোটের আমানত রক্ষা করতে চাই। দেশ পরিচালনায় নৌকা ও ধানের শীষকে মানুষ দেখেছে, এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবু জার গিফরী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, পৌর শাখার নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহসহ পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যান্য বক্তারা বলেন, আন্দোলনের সময় অনেক দলের নেতাকর্মীদের মাঠে পাওয়া যায়নি। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, তাদের মধ্যেই অনেকে মাদকের সঙ্গে জড়িত। বক্তারা নূরুল ইসলাম বুলবুলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। এ সময় বক্তারা ফ্যামিলি কার্ড নিয়ে মিথ্যা প্রচারণা প্রত্যাখ্যান করেন এবং বলেন, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬