ক্যাম্পাস সবুজায়নে সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

সোহরাওয়ার্দী কলেজের বৃক্ষ করে ছাত্রশিবির
সোহরাওয়ার্দী কলেজের বৃক্ষ করে ছাত্রশিবির  © টিডিসি

ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পালন করেছেন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা। 

আজ বুধবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর নবী ও সেক্রেটারি রাজিব হোসেনসহ অন্য নেতারা।

এ সময় প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং সচেতন নাগরিকদের ইসলামী ছাত্রশিবিরের এই বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে একাত্মতা পোষণের আহবান জানান। 

তিনি বলেন, ‘আমরা সবাই আগামী দিনে একটি সুন্দর সবুজ দেশ গঠনে একসঙ্গে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করেন।’

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতির নূর নবী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গাছ হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু অক্সিজেন দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, দূষণ হ্রাস করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা প্রতিদিন অসংখ্য গাছ কেটে ফেলছি অথচ নতুন গাছ লাগানোর কথা ভুলে যাচ্ছি।

আরও পড়ুন: জাবির আবাসিক হল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। আজ আমরা এখানে গাছ লাগাব—কিন্তু এখানেই থেমে থাকব না। আমরা প্রতিটি গাছের যত্ন নেব, পরিচর্যা করব, যেন ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ, সুস্থ, বাসযোগ্য পরিবেশ পায়।’

নূর নবী বলেন, ‘আমি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নেওয়া। পরিবেশ রক্ষায় এটিই হবে আমাদের ছোট অথচ মূল্যবান অবদান। আমাদের স্লোগান একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।’


সর্বশেষ সংবাদ