জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্য আহ্বান ছাত্রদলের

২০ জুন ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৯:১৯ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন, তাদের জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণের ভিডিও, ছবি, পেপার কাটিং বা অন্য যেকোনো ধরনের প্রামাণ্য ডকুমেন্ট সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। এসব তথ্য কারও কাছে থাকলে পাঠাতে আহ্বান জানিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন বলে আজ শুক্রবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুন ৮টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয়, কলেজ , মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের নাম, পদবি ও ঘটনাস্থলের ছবি, ভিডিও, অন্যান্য ডকুমেন্টস এবং জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন যারা গ্রেপ্তার, মামলা, রিমান্ড ও সরকারি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মামলার এজাহার, এফআইআর, ফরোয়ার্ডিংসহ সংশ্লিষ্ট নথিপত্রের ফটোকপি বা স্ক্যানকপি ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের কাছে ও নিজ জেলা বা মহানগর ইউনিটের দপ্তরে হোয়াটসঅ্যাপ বা ইমেইল যোগে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যায় প্রতিবাদকারী শিক্ষককে আগস্টে হত্যা মামলায় গ্রেপ্তার!

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট টিম ও জেলা বা মহানগরের দপ্তর থেকে নিম্নোক্ত বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বরাবর তথ্য পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা হলেন শফিকুল ইসলাম শফিক, সহসাধারণ সম্পাদক (01948-025212, shofikuldu@gmail.com), ঢাকা বিভাগের সকল জেলা। 

জাহাঙ্গীর আলম জনি, সহসাংগঠনিক সম্পাদক (01721-711508, jahangiralamjony773@gmail.com), ঢাকা বিভাগের সব মহানগর।

শরীফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (01755-378215, Sharifpradhan06@gmail.com), ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয় ও পাঁচ কলেজ।

মিনহাজ আহমেদ প্রিন্স, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক (01711-832186, minhazahmedprince@yahoo.com), বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও রংপুর বিভাগ।

আরিফুল ইসলাম আরিফ, সহদপ্তর সম্পাদক (01723-778215, Arifdu76@gmail.com), ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ।

মো. নাজমুচ্ছাকিব, সহদপ্তর সম্পাদক (01738-376066, sakibmn@yahoo.com), চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬