১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি 

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদেলের আহবায়ক আইরিন আমিন ও সদস্য সচিব করিমন নেছা শান্তা
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদেলের আহবায়ক আইরিন আমিন ও সদস্য সচিব করিমন নেছা শান্তা  © সংগৃহীত

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো গঠন হলো ছাত্রদলের কমিটি। কলেজের রাজনৈতিক অঙ্গনে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সাতক্ষীরা সরকারি মহিলা  কলেজসহ জেলার বিভিন্ন উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নবগঠিত সরকারি মহিলা কলেজের আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন। সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহানা ইয়াসমিন। সদস্য সচিব হয়েছেন করিমন নেছা শান্তা। কমিটির অন্য সদস্যরা হলেন— সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

এর আগে কমিটিগুলো ১৭ জুন এক পত্রে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়। এর মধ্যে সাতক্ষীরা মহিলা কলেজের কমিটির আহবায়ক ও সদস্য সচিব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে নিজেদের চিনিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ছাত্রদলের কোন্দলে-সংঘর্ষে ১০ মাসে নিহত ৪১

সচিব করিমুন নেছা শান্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। আমি মনে করি, এ কমিটির মাধ্যমে আমাদের কলেজে ছাত্ররাজনীতির একটি নতুন দিগন্তের সূচনা হলো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে আমরা যে সাহসিকতা দেখিয়েছি, তা ছিল একটি প্রজন্মের দাবি ও প্রতিবাদের প্রতিচ্ছবি। সেই চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল, বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence