বগুড়া জেলা ছাত্রদলের নেতাদের অন্য সব কমিটি থেকে অব্যাহতি

ছাত্রদল
ছাত্রদল  © সম্পাদিত

বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া নেতাদের অন্য সব কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১১ জুন) জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী দের অবগতির জন্য জানানো যাচ্ছে, নবগঠিত পুর্ণাঙ্গ কমিটিতে যে সব নেতাকর্মী মনোনীত হয়েছেন তাদেরকে শাখার অধিনস্ত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব পর্যায়ের দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর করা হয়েছে।

এর আগে জেলা কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে আমরণ অনশন করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা। গত ৫ জুন শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন।

আওর পড়ুন: হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে সোচ্চার ছিল: নাছির

পদবঞ্চিতদের অভিযোগ, দীর্ঘদিন মামলা-হামলার মুখে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পরও তাদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। এমনকি কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সন্তানরাও স্থান পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

কেন্দ্রীয় ছাত্রদল থেকে ১৬১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক কমিটি দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence