ঘেরাও করতে সচিবালয় অভিমুখী জুলাই ঐক্য

০৩ জুন ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০৩:৪০ PM
মাউশিরর সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্য

মাউশিরর সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্য © টিডিসি ফটো

বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় সচিবালয় অভিমুখী রওনা হয়েছে ছাত্র-জনতা। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে জুলাই অভ্যুত্থানে সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’। 

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে সংগঠনটি। এসময় মাউশির সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা। 

এর আগে, গতকাল সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী। জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। 

জুলাই ঐক্য মনে করে, চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে 'সিভিল ক্যু' করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় অ্যাজেন্ডা। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য।

শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি দাবি করে তার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয় জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে।

জাবিতে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বাইউস্টে ‘বিজনেস উইক’এর জমকালো আয়োজন
  • ০৮ জানুয়ারি ২০২৬
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভিপি কোনো পদ নয়, এটি আমানত: জকসু ভিপি রিয়াজুল
  • ০৮ জানুয়ারি ২০২৬