সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করবে ‘জুলাই ঐক্য’

১৩ মে ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
জুলাই ঐক্য

জুলাই ঐক্য © লোগো

আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১৩ মে) জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঐক্য প্ল্যাটফর্মে থাকা ৭০টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে প্রথমে সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মে (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে জুলাই ঐক্যের সংগঠকেরা তালিকা তৈরি এবং যাচাই বাছাই শুরু করেছেন। তালিকার প্রতিটি তথ্য একাধিকবার যাচাই বাছাই করেই চূড়ান্ত করা হবে। তালিকা দেশ ও জাতির সামনে তুলে ধরার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: কাল যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা জবি শিক্ষার্থীদের

এতে বলা হয়, দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের জুলাই ঐক্য। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ হলেও তার দোসররা এখনও স্বপদে বহাল। গণঅভ্যুত্থানের পর কয়েকজনের কুপরামর্শের কারণে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন হয়নি। যার সুফল ভোগ করছে সচিবালয় ও গণমাধ্যমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসররা। সোমবার অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করেছে। গ্যাজেট অনুযায়ী ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে ৫ আগস্টের পর সরকারে থাকা কিছু দুর্নীতিবাজ উপদেষ্টা ও আমলারা মিলে একটি বাণিজ্য গড়ে তুলেছে। যেখানে অর্থের বিনিময়ে সচিবদের রক্ষা করার ঠিকাদারি নেওয়া হয়েছে। আমরা দেখেছি কীভাবে আওয়ামী লীগের দোসরদের পদোন্নতি দিয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। ইন্টারিম সরকার সংস্কারের কথা বললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। তাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরকে (সচিবালয়, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন) দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।

আরও পড়ুন: এনসিপির যুব প্ল্যাটফর্ম ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ শুক্রবার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই ঐক্যের পরবর্তী পদক্ষেপ গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ। যার জন্য আমাদের ২০ সদস্যের একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সাংবাদিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জুলাই ঐক্যের প্রতিনিধি দল।

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9