ঈদের দিন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য শিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন
- ঢাকা পলিটেকনিক প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০৩:৪০ PM
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার (২জুন) সন্ধ্যায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবির সভাপতি মিসবাহুল ইসলাম রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হয়।এই আনন্দময় দিনটি অনেক শিক্ষার্থী একাডেমিক কিংবা অন্যান্য কারণে পরিবারের সঙ্গে উদযাপন করতে পারে না। তাই তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। আমরা আশা করি এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্ক আরো গভীর ও সুন্দর হয়ে উঠবে।’