বিএনপিপন্থি উপাচার্য-প্রক্টরদের ঈদের আগে পদত্যাগ করতে হবে: বাকের

আবু বাকের মজুমদার
আবু বাকের মজুমদার  © সংগৃহীত

ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিএনপিপন্থি উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের ঈদের আগে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

আজ বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ হুশিয়ারি প্রদান করেন বাকের।

ইংরেজিতে করা এই পোস্টে বাকের লেখেন, ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। মির্জা ফখরুল ইসলামের মনোনীত এবং নির্দেশিত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের ঈদুল আজহার আগে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয়: বাকের

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস জুড়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ছাড়া, আমরা আমাদের ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আমরা আমাদের আন্দোলনকে রাজপথে নামিয়ে আনব।

 


সর্বশেষ সংবাদ