পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন জাবি ছাত্রদলের

ছাত্রদল নেতাকর্মীদের মানববন্ধন
ছাত্রদল নেতাকর্মীদের মানববন্ধন  © টিডিসি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশেও ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসন আমরা মেনে নেব না।’

আরও পড়ুন: ফলাফল ভালো হলেও সংকট অনেক, ৭১ বছরের পুরোনো টিনশেডে চলে ক্লাস

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘বিশ্বজিৎকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছিল, তারই ধারাবাহিকতায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়েছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত  করতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence