জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি শহিদ ওয়াসিমের বাবা

০৭ মার্চ ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
শফিউল আলম ও ইনসেটে ওয়াসিম

শফিউল আলম ও ইনসেটে ওয়াসিম © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের দাবিটি অসত্য বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে শফিউল আলম এ কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এ সংক্রান্ত কল রেকর্ড ভাইরাল হয়েছে।

কল রেকর্ডে ওয়াসিমের বাবা শফিউল আলমকে বলতে শোন যায়, 'একটি কাজে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে মাসউদ তার সঙ্গে ছবি তোলে। এনসিপিতে যোগ দেওয়ার যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন। আমি তাদের দলে যোগদান করিনি।'

ওয়াসিমের বাবা শফিউল আলমের কল রেকর্ড শুনতে এখানে ক্লিক করুন

এর আগে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে পেজে হান্নান মাসউদ লেখেন, 'শহিদ ওয়াসিমের বাবা গতকাল জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিলো, আর জানালো উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন।'

হান্নান মাসউদ আরও লেখেন, 'আমি নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম, সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সাথে সাথে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে। জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সাথেই থাকবো।’

এনসিপির এই নেতা শেষে আরও লেখেন, 'চোখে পানি চলে আসছিলো ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্লাটফর্ম!' তবে মাসউদের এ দাবি ভিত্তিহীন বলে জানালেন ওয়াসিমের বাবা।

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির ৫ নেতার পদত্যাগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা দীপু…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ০৭ জানুয়ারি ২০২৬