বাকৃবিতে শিবিরের দ্বিতীয় দিনের গণ-ইফতার, অংশ নিলেন ১২০০ শিক্ষার্থী

ছাত্রশিবিরের গণ-ইফতার
ছাত্রশিবিরের গণ-ইফতার   © টিডিসি ফটো

পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাত দিনব্যাপী গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গণ ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার (৩ মার্চ) ১২শ’ শিক্ষার্থী একসাথে ইফতার করেছেন। 

জানা গেছে, গণ-ইফতার উপলক্ষ্যে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের ঢল নামতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মসজিদে উপস্থিত হতে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে কেন্দ্রীয় মসজিদের খতিব সাওমের তাৎপর্য ও দোয়া পরিচালনা করা হয়।  

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাছির মো. ত্বোহা বলেন, ‘পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বাকৃবি ছাত্রশিবির সাত দিনব্যাপী গণ-ইফতার কর্মসূচি হাতে নিয়েছে। বাকৃবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। 

তিনি আরো বলেন, ‘প্রথম দিনের তুলনায় আজ দ্বিগুণ শিক্ষার্থী আমাদের ইফতারে শরিক হয়েছেন। এটাই আমাদের সংগঠনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসার দৃষ্টান্ত। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আগামী দিনগুলোতেও একইভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

প্রসঙ্গত, রমজানের প্রথম সাতদিন বাকৃবির কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের জন্য বিনামূল্যে গণ-ইফতারের আয়োজন থাকবে বলে নিশ্চিত করেছেন বাকৃবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence