সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহাত, সম্পাদক ইসতেফার

মো. রাহাত আহমেদ ও সৈয়দ ইসতেফার আহমদ রাহাদ
মো. রাহাত আহমেদ ও সৈয়দ ইসতেফার আহমদ রাহাদ  © সংগৃহীত

প্রথমবারের মতো সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে ছাত্রদল। সংগঠনের প্যাডে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত কমিটিতে মো. রাহাত আহমেদকে সভাপতি ও সৈয়দ ইসতেফার আহমদ রাহাদকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহসভাপতি সায়েম আহমদ ও ফখরুল ইসলাম মারুফ. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক আহমদ শাওন ও সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক অলি আহমদ, দপ্তর সম্পাদক মো. মুশফিকুর রহমান আরাফাত, প্রচার সম্পাদক মাহবুর রহমান।


সর্বশেষ সংবাদ