বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাবেক আট নেতাকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
শোকজ করা নেতারা হলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি এবং মো. মামুন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান, রবিউল ইমরান নওশেদ, আল-আমীন, মো. নজরুল ইসলাম বাড়ী, সাবেক সদস্য কাজী আজহার হোসেন।
নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের একজন সাবেক দায়িত্বশীল পদধারী হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।