‘জুলাই যুদ্ধের ক্যাপ্টেন হিসেবে আখতারকে নতুন দলের আহবায়ক বানাতে হবে’

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ডান থেকে শরিফ ওসমান হাদি ও আখতার হোসেন

ডান থেকে শরিফ ওসমান হাদি ও আখতার হোসেন © সংগৃহীত

জুলাই আন্দোলনের ‘ক্যাপ্টেন’ জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে তরুণদের নতুন দলের আহবায়ক করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। 

নতুন দলকে কেন্দ্র করে আলোচিত তিনটি বিষয়ে অবস্থান পরিষ্কার করেন সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তিনি জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল পদেও রয়েছেন। 

হাদি তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘যেহেতু ক্ষমতারে সেজদা দিয়া খুশী করবার খায়েশ আমার নাই, তাই স্পষ্ট অবস্থান জানাইয়া দিতেছি...’

হাদি বলেন, ‘কারও সাথে আমি জাহান্নামে যাইতে পারবো না। আমার বাপের লগেও না। জুলাই যুদ্ধের ক্যাপ্টেন হিশাবে আখতারকে নতুন দলের আহবায়ক বানাতে হবে। ভাই-বেরাদার কোরাম বাদ দিয়া বড় ইনক্লুসিভ পার্টি বানাতে হবে। মুখে মোসলমানি চিহ্নওয়ালা কাউরে প্রধান বানাইলে শহুরে মধ্যবিত্ত এই দল করবে না, এই বাঙ্গু বয়ান ভাঙতে হবে। দায় ও দরদের ব্যানারে আমি কারও দুর্নীতির দায় নিবো না। এক পয়সারও না। জুলাইয়ের জন্য প্রয়োজনে একলারাই চিল্লাবো, ইনশাআল্লাহ..’

এদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নতুন দলের সেকেন্ড ইন কমান্ড কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে বাদ দেওয়ার আলাপটি রীতিমতো চর্চা করেছেন শিক্ষার্থীরা। 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে মো: নাহিদ ইসলাম নতুন দলের আহবায়কের দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে। তবে সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনাইদ, মুখ সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬