‘আ.লীগকে নিষিদ্ধ করে ছাড়ব’—কাসেমের লাশ নিয়ে শপথ হাসনাতের

শহীদ মিনারে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ
শহীদ মিনারে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ  © ভিডিও থেকে সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,  ‘গণঅভ্যুত্থানের ছয় মাস পরও পক্ষ শক্তিকে দোসরদের হাতে খুন হতে হয়, এটাই বর্তমান সরকারের প্রধান ব্যর্থতা। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। আমরা কাসেমের লাশ সামনে রেখে শপথ করছি, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেই ছাড়ব।’

বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত মো. কাসেম খানের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘সরকার না পারলে বিপ্লবকে সম্পন্ন করার দায়িত্ব নেবে ছাত্ররা।’ 

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. কাসেম খান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ৩ টায় তিনি মারা যান। কাসেমের মৃত্যুর পর আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে ‘কফিন মিছিলের’ ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 


সর্বশেষ সংবাদ