কেন্দ্রীয় শহীদ মিনারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

কফিন মিছিল
কফিন মিছিল  © ভিডিও থেকে সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কফিন মিছিল করেন তারা। এ সময় উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  

জানা যায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিহত কাসেম খানের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জানাযা সম্পন্ন হয়। এদিকে জানাযা শেষে হাসনাতের নেতৃত্বে কেন্দ্রীয় মিনার থেকে কফিল মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে নিয়ে যাওয়া হয়। 

এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

আরো পড়ুন: আয়নাঘরে যে কক্ষে বন্দি ছিলেন সে কক্ষ ঘুরে দেখলেন নাহিদ-আসিফ

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনা ভারতেই থাকুক আর যেখানেই থাকুক সকল শক্তি কাজে লাগিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। যদি ফেয়ার ট্রায়াল হয় তাহলে এই ট্রায়ালেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখনো আইনপ্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নি। আওয়ামী লীগকে বৈধতা দিতে যারা কাজ করছে তারা এখন চারপাশে কাজ করছে। তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে।


সর্বশেষ সংবাদ