অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকর চান সমন্বয়ক কাদের

২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সমন্বয়ক আব্দুল কাদের

সমন্বয়ক আব্দুল কাদের © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। সোমবার (২৭ জানুয়ারি) সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, বিগত সময়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের সময়ে সাত কলেজকে অধিভুক্ত করার একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা আসলে দুই প্রতিষ্ঠানের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দেয়, নানা ভোগান্তি এবং জটিলতা তৈরি হয়। বিগত সাত আট বছরে সেটা আমরা টের পেয়েছি। দাপ্তরিক কাজ থেকে প্রত্যেক কাজে ভোগান্তিতে পড়তে হয়েছে।  

তিনি আরও বলেন, এখন সংঘর্ষ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অতীতে দেখেছি সিদ্ধান্ত নিলেও এটি কার্যকর করা হয় না। অবশ্যই এটিকে সাধুবাদ জানাই। তবে এটি যেন কার্যকর করা হয়। তবে শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় এ বিষয়ে আমরা সতর্ক থাকতে চাই।

এর আগে সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ভিসি অফিসের মিটিংরুমে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে না।

মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসে বাবার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এবারের দাখিল পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ২৬ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬