১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে থাকবে ঢাবি ছাত্রদল

২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
ঢাবি ও ছাত্রদল লোগো

ঢাবি ও ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা। দেশের সকল বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এদিকে ক্যাম্পাসের ভেতরের পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে ভর্তিচ্ছুদের বিভিন্ন সেবা দিতে প্রস্তুত থাকবে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

ক্যাম্পাসের ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ ধরনের সেবা নিয়ে নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ভর্তিচ্ছুদের নানাবিধ সমস্যায় সামনে এগিয়ে আসা হবে। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভকামনা। তারা সবাই যেন সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার সুযোগ পায়, সৃষ্টিকর্তার কাছে আমি সেই প্রার্থনা করি।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, যে সকল স্থানে সহযোগিতা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- বুথ ১:স্যার এ এফ রহমান হল সংলগ্ন; বুথ ২: আই ই আর-মলচত্বর সংলগ্ন; বুথ ৩: এফবিএস সংলগ্ন; বুথ ৪: কলাভবনের মেইন গেট সংলগ্ন; বুথ ৫: কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন; বুথ ৬: হাকিম চত্বর; বুথ ৭. মোতাহার হোসেন ভবন সংলগ্ন; বুথ ৮: মোকাররম ভবন সংলগ্ন; বুথ ৯: উদয়ন বিদ্যালয় সংলগ্ন; বুথ ১০: কার্জন হল সংলগ্ন; বুথ ১১: টিএসসি সংলগ্ন; বুথ ১২: চারুকলা সংলগ্ন; বুথ ১৩: সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন এবং বুথ ১৪: লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন।

এসব বুথে যেসব সহযোগিতা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ।

তাছাড়া যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একাধিক নম্বরও দেয়া হয়েছে। এসব নম্বরসমূহের মধ্যে রয়েছে- 01735840097; 01707076933; 01789889177; 01521407786; 01797565462; 01788537113; 01600011474; 0177431353; 01872775808; 01989192812.

প্রসঙ্গত, আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) (admission.eis.du.ac.bd) এ সিট প্ল্যান প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এ ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। 

আমাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে নেওয়া হয়েছে: সুরভী
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাসুমের ৫ উইকেটের ম্যাচের লজ্জার রেকর্ড নোয়াখালীর
  • ০৫ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে কত আবেদন পড়ল
  • ০৫ জানুয়ারি ২০২৬
গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী খালেদা জিয়া
  • ০৫ জানুয়ারি ২০২৬
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম…
  • ০৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের দিকে, হুমকি বন্ধে ড্যানিশ…
  • ০৫ জানুয়ারি ২০২৬