আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষককে সংবর্ধনা

১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ PM
সংবর্ধনার সনদ হাতে শিক্ষার্থীরা ও পেছনে শিক্ষকরা

সংবর্ধনার সনদ হাতে শিক্ষার্থীরা ও পেছনে শিক্ষকরা © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাযিল মাদ্রাসায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী ৬৯ শিক্ষার্থী ও ৫ গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রতিষ্ঠানটির ৬৫তম বার্ষিক সভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতার স্বীকৃতি হিসেবে সহকারী মৌলভী বদরুল হক, ইবতেদায়ি শিক্ষক মো. লোকমান শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে এবং ইমতিয়াজুল হক প্রভাষক মো. ইকরামকে সহকারী শিক্ষক ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় সহকারী অধ্যাপক মো. আরিফ উদ্দীনকে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘আমরা শুধু পাঠ্য শিক্ষায় সীমাবদ্ধ থাকতে চাই না। শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে রাখতে চাই। দক্ষিণ চট্টগ্রাম তো বটেই, সারা বাংলাদেশের হাতে গোনা কয়েকটি মাদ্রাসার মধ্যে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার এই সংস্কৃতি চালু করতে পেরেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আরবি প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম গুজরা মুনিরিয়া দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান, হালিশহর মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়ার প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বখতিয়ার সমিতির চেয়ারম্যান মো. ইলিয়াছ সোবহান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাস্টার মোহাম্মদ নুর, দাতা প্রতিনিধি সদস্য লুৎপুর এনাম চৌধুরী টিটু, দাতা সদস্য সালেহ আহমদ, এতিমখানা কমিটির সহসাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইউনুস, কোষাধ্যক্ষ আবু সৈয়দ সওদাগর, দাতা সদস্য আবু সৈয়দ, নুর মোহাম্মদ, মুছা সাগরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

নদীতে কুমিরের আতঙ্কে পদ্মার তীরের মানুষ
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হামিদ পারভেজ
  • ১৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9