কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক রাবি শিবিরের
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মহাপবিত্র আল কোরআন পোড়ানোর মতো এক ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ নিয়ে প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে আমরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভের আয়োজন করেছি। যাতে প্রশাসনে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসেন।