জুলাই অভ্যুত্থানের ইতিহাসে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অন্তর্ভুক্তির দাবি

১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন

শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগের বিষয়টি সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। শনিবার সকালে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে এমন দাবি জানান তারা।

শিক্ষকরা বলেন, নতুন পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাসে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায় করতে হবে।

তারা জানান, প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংগঠনের সিনিয়ার নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের নাম পাঠ্যপুস্তকের জুলাই অভ্যুত্থান ইতিহাস অংশে অন্তর্ভুক্ত করতে হবে।

শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৫ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। জাতীয়করণের ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত শিক্ষক ও কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি বাড়া ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে।

শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো নির্ধারণ ও শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলিয়া মাদ্রাসা নতুন পাঠ্যবইগুলো থেকে ইসলামিক কালচার বহির্ভূত ছবি, ভাষা পরিহার করতে হবে এবং মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের লক্ষ্যে স্বতন্ত্র কারিকুলাম বোর্ড গঠন করতে হবে। বিগত কারিকুলাম ও সিলেবাস বাস্তবায়নে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতাকারী অসাধু কর্মকর্তা ও সুবিধাভোগীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডসহ মাদ্রাসা শিক্ষাসংশ্লিষ্ট সব প্রশাসনিক দপ্তরে মাদ্রাসা শিক্ষিতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া থেকে পাস করা মাস্টার্স সমমান সনদ প্রাপ্তদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

এ ছাড়াও রয়েছে- প্রাইমারি ও হাইস্কুলের পাঠ্যবই থেকে সব অপ্রাসঙ্গিক ছবি, যৌন শিক্ষার আপত্তিকর ভাষা, অনৈসলামিক বিষয় ও বিপজ্জনক দিক পরিহার করতে হবে। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীতকরণ, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সরাসরি সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে উন্নীতকরণের ঘোষণা দিতে হবে। নির্বাচনে দায়িত্ব পালনকারী সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বিভিন্ন সময় নিগ্রহের শিকার হয়েছেন। এমনকি প্রাণহানি ঘটেছে। তাই কালো টাকা ও পেশি শক্তিরোধ করতে পিআর সিস্টেমের নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। নৈতিক অবক্ষয়রোধ, ইভটিজিং, কিশোর গ্যাং, ডিভাইস আসক্তি ও মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?
  • ০৯ জানুয়ারি ২০২৬
জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
  • ০৯ জানুয়ারি ২০২৬
একে অপরের মনোনয়ন বাতিলের আবেদন করলেন হাসনাত আব্দুল্লাহ ও বি…
  • ০৯ জানুয়ারি ২০২৬
অটোরিকশার চাপায় চার বছরের শিশুর মৃত্যু
  • ০৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
কোনো দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক নয়: প্রেস সচিব
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9