বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আ.লীগ সমর্থকদের হামলা-ভাঙচুর, আহত ১০

০৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি

ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি © সংগৃহীত

ফরিদপুরের সালথায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা এই ঘটনার সাথে জড়িত। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ৮৫ বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। তখন ওই হামলার প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন মাতুব্বরের সমর্থকরা।

পরে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়। ওই সংঘর্ষে সাহিদের সমর্থকরা বেশি মারধরের শিকার হন। এরপর থেকে সাহিদের সমর্থকরা হারুনের সমর্থকদের ওপর হামলা করার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে সাহিদের দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা হারুনের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। 

সূত্রের তথ্যানুযায়ী, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিজু শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুমান ও যুবদল নেতা সজীবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতা সাহিদের সমর্থকরা। আমি এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান সাহিদ বলেন, আজকের হামলার ঘটনার বিষয় আমি কিছুই জানি না। ওরা শুধু শুধু আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9