এই প্রজন্মকে বোকা ভাববেন না: শিবির সেক্রেটারি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ AM
গত ২২ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে দেশের মানুষ পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন। একপক্ষ বলছেন, কাউকে হেনস্তা করার অধিকার কারো নেই, কেউ যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আবার অন্যপক্ষ বলছেন বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার চালিয়ে এখন মুক্তিযোদ্ধার দোহাই দিলে কি সব অপরাধ মাফ হয়ে যাবে?। এমন পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ব্যাপারে মন্তব্য করেন তিনি।
জাহিদুল লিখেছেন, ‘কোনো মব জাস্টিস সাপোর্ট করি না। কিন্তু, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেওয়া, মিছিল করা, এটা কেমন রাজনীতি? মুক্তিযুদ্ধের বয়ানে খুনি ও সন্ত্রাসীকে গ্লোরিফাই করা, এটা কেমন সাংবাদিকতা? কিছু হলুদ মিডিয়ার নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান।’
তিনি বলেন, মনে রাখতে হবে, কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের ‘প্রজন্ম ২৪’। জেনারেশন জুমারস এই ব্যবসার ওপর বড়ই বিরক্ত। যারাই এই ব্যবসা আবার চালু করবেন, তাদের পরিণতি ৩৬ জুলাইয়ের দিনের মতই হবে।
ছাত্রশিবিরের এই নেতা আরো বলেন, এই প্রজন্মকে বোকা ভাববেন না। প্রজন্মের চোখের ভাষা, মনের ভাষা, বুঝাতে না পারাটাই হাসিনার জন্য বুমেরাং হয়েছে। আশা করি অতি সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুল করবেন না।