ঢাকা বিশ্ববিদ্যালয়

তবলীগ সম্মেলন শেষে ‘নোংরা ক্যাম্পাস’ পরিষ্কার করলো ছাত্রদলের নেতাকর্মীরা

  © টিডিসি ফটো

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাবলীগ কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। এই সম্মেলন উপলক্ষ্যে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। এর ফলে ওই এলাকা ময়লা-আবর্জনা দিয়ে নোংরা হয়ে যায়। তাছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র মূত্র বিসর্জনেরও মতো ঘটনাও ঘটেছে। এর ফলে ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইসলামী এই মহাসম্মেলন শেষে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে সন্ধ্যায় এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

জানা যায়, এই মহাসম্মেলনের পরে তারা পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা শুরু করে রমনা কালী মন্দিরের সামনে থেকে। সেখান থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে শামসুন্নাহার হল প্রাঙ্গণে কর্মসূচি শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম-সাধারণ মো. শামিম আক্তার শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জসীম খান, ফেরদৌস আলম, নুরুল আমিন নুর, মিনহাজুল হক নয়ন, মেহেদী হাসান, ইমন মিয়া, রমজান আলী রকি, তানভীর আল হাদী মায়েদ, সত্যজিত দাস, মাসুম বিল্লাল। 

পরিচ্ছন্নতা কর্মসূচি পালন শেষে তারা টিএসসির দোকানসমূহে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেন ছাত্রদলের নেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence