১৫ জুলাই ঢাবিতে হামলা
তিলোত্তমা-আতিকা-তাপসী-রিভাসহ ছাত্রলীগের যেসব নেত্রী মামলার আসামি
- আমান উল্যাহ আলভী
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১০:৪৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩৯১ জনের বিরুদ্ধে শাহবাগ থানার মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংগঠনটির একাধিক নারী নেত্রীর নামও।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক মাহিন সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নাম আছে।
মামলার বাদী মাহিন সরকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করা এবং যারা হামলাকারী তাদের বিচারের আওতায় আনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং একজন সচেতন নাগরিক হিসেবে মামলা করেছি। মামলা করতে আমাদের কিছুটা সময় লেগেছে, কারণ তথ্য-উপাত্ত হাতে আসতে দেরি হয়েছে। এসময় তিনি অন্যদেরও মামলা দায়ের করার আহ্বান জানান।
মামলার এজহারে মাহিন সরকার উল্লেখ করেন, ১৫ জুলাই বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। তারা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ইট, কাঁচ, কাঁচের বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, হকিস্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র ও বিদেশি অস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ করে ও হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। সে ঘটনায় অন্তত ৩০০ শিক্ষার্থী গুরুতর আহত হন।
আরও পড়ুন: ১৫ জুলাই ঢাবিতে হামলা, আওয়ামী লীগ-ছাত্রলীগের আসামী হলেন যারা
ছাত্রলীগের যেসব নেত্রী মামলার আসামি
এজাহার ঘেঁটে জানা গেছে, এ মামলার অধিকাংশ আসামি ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। আসামিদের মধ্যে ছাত্রলীগের নেত্রীর সংখ্যাও কম নয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী যেমন আছেন, তেমনই আছে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নেত্রীও।
আসামির তালিকায় ৩৫ নাম্বারে আছেন অন্তরা দাস, সভাপতি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল; (৩৬) আতিকা বিনতে হোসাইন, সাধারণ সম্পাদক রোকেয়া হল শাখা ছাত্রলীগ; (৩৭) খাদিজা আক্তার উর্মি, সভাপতি শামসুন নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ; (৩৮) নুসরাত রুবাইয়াত নীলা, শামসুন সাধারণ সম্পাদক নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ; (৩৯) কোহিনুর আক্তার আঁখি, সভাপতি শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ঢাবি; (৪০) সানজিদা ইয়াছমিন, সাধারণ সম্পাদক শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ঢাবি শাখা ছাত্রলীগ ও (৭৫) তানিয়া আক্তার তাপসী, বঙ্গমাতা হল শাখা ছাত্রলীগ ঢাবি।
এছাড়াও তালিকায় আছেন (৪১) রাজিয়া সুলতানা কথা, সভাপতি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ঢাবি শাখা ছাত্রলীগ; (৪২) জান্নাতুল হাওয়া আঁখি, সাধারণ সম্পাদক বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ঢাবি শাখা ছাত্রলীগ; (৪৩) পূজা কর্মকার, সভাপতি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ; (৪৪) রিমা আক্তার ডলি, সাধারণ সম্পাদক সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ; (৫০) তামান্না জেসমিন রিভা, সভাপতি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ; (৫১) রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ; (৫২) সেলিনা আক্তার শেলী, সভাপতি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগ; (৫৩) হাবিবা আক্তার সায়মুন, সাধারণ সম্পাদক বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগ।
আসামির তালিকায় আরও নাম রয়েছে (৫৪) শারমিন সুলতানা সনি, সভাপতি গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগ; (৫৫) আকলিমা আক্তার প্রভাতী, সাধারণ সম্পাদক গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখা ছাত্রলীগ; (৫৬) হাবিবুন্নেসা সাইমুন, উপ-সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ; (৫৭) ইসরাত নুর ইভা, উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ; (৫৮) তামান্না তানজিন তমা, উপ-ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ; (৫৯) নোশিন শর্মিলী, আইন বিভাগ ২০১৮-১৯ সেশন, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ ও (৭৪) তিলোত্তমা শিকদার, সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ।