১৫ জুলাই ঢাবিতে হামলা, আওয়ামী লীগ-ছাত্রলীগের আসামী হলেন যারা

ছাত্রলীগের লোগো
ছাত্রলীগের লোগো   © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩৯১ জনের বিরুদ্ধে শাহবাগ থানার মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক মাহিন সরকারের দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের সদস্যদের নাম রয়েছে। 

আসামীর তালিকায় নাম রয়েছে- ১) শেখ হাসিনা, স্বামী: ওয়াজেদ আলী মিয়া, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ এবং তৎকালীন প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; ২) ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ৩। মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী, ৪। মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ৫। মাইনুল হাসান নিখিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুবলীগ, ৬। নিঝুম মজুমদার, আওয়ামী অনলাইন এক্টিভিস্ট, ৭) সাদ্দাম হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ; ৮) শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ; ৯) মাজহারুল কবির শয়ন, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ: ১০) তানভীর হাসান সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ: ১১) হাসান মোল্লা, ঠিকাদার, গণপূর্ত অধিদপ্তর; ১২) জয়দেব নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ; ১৩) চৌধুরী আনম নকিব আশরাফ, সহ-সভাপতি সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১৪) সজিবুর রহমান সজিব, সভাপতি, বিজয়, একাত্তর হল ছাত্রলীগ; ১৫) মুনেম শাহরিয়ার মুন, সাধারণ সম্পাদক, স্যার এএফ রহমান হল ছাত্রলীগ ১৬) মো: আযহারুল ইসলাম মামুন, সভাপতি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ ১৭) সুমন খলিফা, সভাপতি, জসীম উদদীন হল ছাত্রলীগ ১৮) লুৎফর রহমান, সাধারণ সম্পাদক, জসীম উদদীন হল ছাত্রলীগ ১৯) কামাল উদ্দীন রানা, সভাপতি, জহরুল হক হল ছাত্রলীগ ২০) ধ্রুবেল হোসেন, সাধারণ সম্পাদক, জহুরুল হক হল ছাত্রলীগ।

২১) শহিদুল হক শিশির, সভাপতি, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগ ২২) মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগ ২৩) আনভীর শিকদার, পরিসংখ্যান বিভাগ (সেশন: ২০১৪-১৫), সভাপতি, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ ২৪) মিশাত সরকার, নৃত্যকলা বিভাগ (সেশন: ২০১৫-১৬), সাধারণ সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ ২৫) মারিয়াম জামান খান সোহান, সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, জেলা: ময়মনসিংহ ২৬) সিয়াম রহমান, সাধারণ সম্পাদক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, জেলা: পঞ্চগড় ২৭) কাজল দাশ, সভাপতি, জগন্নাথ হল ছাত্রলীগ ২৮) অতনু বর্মণ, সাধারণ সম্পাদক, জগন্নাথ হল ছাত্রলীগ, জেলা: যশোর ২৯) জাহিদুল ইসলাম, সভাপতি, শহীদুল্লাহ হল ছাত্রলীগ ৩০) শরীফ আহনেদ মুনিম, সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ হল ছাত্রলীগ ৩১) এনায়েত এইচ মনন, সভাপতি, অমর একুশে হল ছাত্রলীগ ৩২) ইমদাদুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক, অমর একুশে হল ছাত্রলীগ ৩৩) আনোয়ার হোসেন নাঈম, সভাপতি, ফজলুল হক হল ছাত্রলীগ ৩৪) আবু হাসিব মুক্ত, সাধারণ সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ ৩৫) অন্তরা দাস, সভাপতি, রোকেয়া হল ছাত্রলীগ ৩৬) আতিকা বিনিতে হোসাইন, সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া হল ছাত্রলীগ ৩৭) খাদিজা আক্তার উরমি, সভাপতি, শামসুন নাহার হল ছাত্রলীগ ছাত্রলীগ ৩৮) নুসরাত রুবাইয়াত নীলা, সাধারণ সম্পাদক, শামসুন নাহার হল ছাত্রলীগ ৩৯) কোহিনুর আক্তার রাখি, সভাপতি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ ৪০) সানজিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ ৪১) রাজিয়া সুলতানা কথা, সভাপতি, বাংloংলাদেশ কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগ ৪২) জান্নাতুল হাওয়া আছি, সাধারণ সম্পাদক, বাoloংলাদেশ কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগ ৪৩) পূজা কর্মকার, সভাপতি, বেগম সুফিয়া কামাল হল ছাত্রলীগ ৪৪) রিমা আক্তার ডলি, সাধারণ সম্পাদক, বেগম সুফিয়া কামাল হল ছাত্রলীগ ৪৫) রাকিবুল হাসান রাকিব, ১নং সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, শেখ মুজিব হল।

৪৬) মেফতাহুল ইসলাম পান্থ, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৪৭) মাইনুল হাসান রাব্বী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ৪৮) আমিনুল ইসলাম বুলবুল, সভাপতি, মুক্তিযোদ্ধা মঞ্চ ৪৯) আল মামুন, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মঞ্চ ৫০) তামান্না জেসমিন রিভা, সভাপতি, ইডেন কলেজ ছাত্রলীগ ৫১) রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক, ইডেন কলেজ ছাত্রলীগ ৫২) সেলিনা আক্তার শেলী, সভাপতি, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগ ৫৩) হাবিবা আক্তার সাইমুন, সাধারণ সম্পাদক, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগ ৫৪) শারমিন সুলতানা সনি, সভাপতি, গভ, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স ৫৫) আকলিমা আক্তার প্রভাতী, সাধারণ সম্পাদক, গড়, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স ৫৬) হাবিবুন্নেসা সাইমুন, উপ-সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৫৭) ইসরাত জাহান নূর ইভা, উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৫৮) তামান্না তানজিন তমা, উপ-ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৫৯) নোশিন শর্মিলী, আইন বিভাগ: ২০১৮-১৯ সেশন, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৬০) মো: মইনুল হোসাইন তানভীর, উপ-কৃষিবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৬১) ইবনুল এম হাসান উজ্জল, সহ- সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ৬২) মো: জাহাঙ্গীর আলম অপু ব্যবস্থাপনা বিভাগ (সেশন: ২০১৮-১৯), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিতা। জানে আলম, ঠিকানা: বাট্টাপাড়া, লংগদু, রাঙ্গামাটি ৬৩) পারভেজ মুন্সী, ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৬৪) রুবেল খান, কুয়াকাটা পৌর শাখা ছাত্রলীগ ৬৫) ইব্রাহিম সানিম, সহ-সভাপতি, জগন্নাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৬৬) নাইমুর রহমান, উপ-দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৬৭) আক্তার হোসেন ওরফে রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা কলেজ ছাত্রলীগ ৬৮) আক্তারুল করিম রুবেল, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৬৯) নাহিদ ভূঞা, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৭০) শেখ ইমরান ইসলাম ইমন, উপ-প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৭১) জিহাদ হাসান, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, জসীম উদদীন হল ৭২) ফারহান রহমান, ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (২০-২১ সেশন) ৭৩) শেখ মোহাম্মদ নাঈম, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৭৪) তিলোত্তমা শিকদার, সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ ৭৫) তানিয়া আক্তার তাপসী, বঙ্গমাতা হল ছাত্রলীগ ৭৬) আমিরুজ্জামান পিয়াস, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৭৭) আশিকুর রহমান আমি, সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ৭৮) নাজিম, কেন্দ্রীয় ছাত্রলীগ ৭৯) শেখ মারুফ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান (২০১৬-১৭) ৮০) রাশেদ মাহমুদ মাছি, সেশন: ২০১৭-১৮ ৮১) মাহাদী, আরবি (২০২১-২২) ৮২) রিয়াজ আহমেদ পলক, ফজলুল হক হল ছাত্রলীগ, পদার্থবিজ্ঞান বিভাগ (সেশন: ২০১৭- ১৮) ৮৩) শেখ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বিজয় একাত্তর হল ৮৪) হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বিজয় একাত্তর হল ৮৫) আনোয়ারুল কবির দিপু, উপ অটিজম সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বিজয় একাত্তর হল ৮৬) আশরাফি আলম জিহাদ, উপ ত্রান সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বিজয় একাত্তর হল৮৭) আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিজয় একাত্তর হল ৮৮) শাহ নেওয়াজ বাবু, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিজয় একাত্তর হল ৮৯) বায়েজীদ বোস্তামি, উপ অর্থ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিজয় একাত্তর হল ৯০) রাব্বি আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯১) ইউসুফ তুহিন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিজয় একাত্তর হল ৯২) শাকিরুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯৩) আয়ান হোসেন জর্জ, সহ-সভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯৪) সাদিক হাসান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিজয় এজাত্তর হল ছাত্রলীগ ৯৫) মুহিবুল ইসলাম মুহিব, সাংগঠনিক সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১৬) মো: রেদাউন হোসেন দিপু, দপ্তর সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯৭) সাবাত আল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯৮) মো: শাকিবুল ইসলাম সুজন, সংগীত বিভাগ (সেশন: ১৮-১৯), গণযোগাযোগ ও উন্নয়ন উপ-সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ৯৯) মো হাদী ইসলাম শিক্ত, আপ্যায়ন উপ-সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০০) আব্দুল্লাহ আল মারুফ, ছাত্রবৃত্তি উপ-সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০১) পিয়ার হাসান সাকিব, মানবউন্নয়ন সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০২) লিমন সিকদার, ধর্ম সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ।

১০৩) কামরুজ্জামান রাজু, নাট্য ও বিতর্ক উপ-সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০৪) ইসমাইল আব্দুল মোনাফ প্রান্ত, সদস্য, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০৫) ফয়সাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর। ১০৬) রায়হানুল ইসলাম ভূঁইয়া, ইংরেজি বিভাগ (২০১৯-২০), বিজয় একাত্তর হল ১০৭) পারভেজ, ক্রীড়া সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০৮) সৈয়দ ইশতিয়াক ফারদিন, আইন বিভাগ (২০-২১), বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১০৯) আমির খসর মাহমুদ, ইসলামিক স্টাডিজ বিভাগ (২০-২১ সেশন), বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১৯০) নিঝুম ইফতার, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১১১) আব্দুল্লাহ আল মারুফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯-২০), বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১১২) আরিফ হোসেন নয়ন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ (২০২০-২১ সেশন), জেলা: চাঁদপুর, বিজয় একাত্তর হল ১১৩) কৌশিক হাসান পরশ, উনু বিভাগ (সেশন: ২০২১-২২), বিজয় একাত্তর হল ১১৪) ফাহিম তাজওয়ার, সংস্কৃত (২০২০-২১), বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১১৫) মাইনুল ইসলাম মাইনু, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স (২০১৯-২০), বিজয় একাত্তর হল ছাত্রলীগ ১১৬) তৌফিকুর রহমান আকাশ, ইসলামিক স্টাডিজ বিভাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১১৭) আলী আজম, ইসলামিক স্টাডিজ বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১১৮) মো: সাইমুম রেজা, দর্শন বিভাগ, সাংগঠনিক সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১১৯) মারুফ শাহরিয়ার তালহা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, সাংগঠনিক সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২০) সাহাব উদ্দীন বিজয়, ফার্সি ভাষা ও সাহিতা বিভাগ, উপ-দপ্তর সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২১) এটিএম জিকরুল আজিম আপন, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ, পাঠাগার সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২২) মাসফিক আহমেদ ইয়াস্তি, বাংলা বিভাগ, ছাত্রবৃত্তি সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ, ১২৩) শাহনেওয়াজ আরেফিন পল্লব, ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২৪) পল্লব রানা পারভেজ, লোক প্রশাসন বিভাগ, কর্মসংস্থান সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২৫) মো: মুসাহিদ আলী, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ, নাটা ও বিতর্ক সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২৬) মো: শান্ত আলম, সমাজ কল্যাণ বিভাগ, ত্রান ও দুর্যোগ সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২৭) নূর আলামিন, উর্দু ভাষা ও সাহিত্য বিভাগ, কেন্দ্রীয় উপতথ্য ও গবেষণা সম্পাদক।

১২৮ মাহমুদুর রহমান আলিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১২৯) মুসান্না আর গালিব, ব্যবস্থাপনা বিভাগ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা, শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩০) মেহেদি হাসান, দর্শন বিভাগ (২০২০-২১) শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩১) মো: রামীম, সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, শেখ মুজিব হল শাকিল রেজা, ইংরেজি বিভাগ (২০১৬ ১৭) শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩২) মো: সাকিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সেশন: ২০১৬-১৭), শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩৩) মো: দ্বীন ইসলাম, আইন (২০২০-২১), ছাত্রলীগ কর্মী, শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩৪) মেহেদী হাসান সাগর, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ (২০১৭, ১৮), সাংগঠনিক সম্পাদক, শেখ মুজিব হল ছাত্রলীগ ১৩৫) শাকিল আহমেদ, সমাজবিজ্ঞান (২০১৪-১৫), উপ-পরিবেশ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ১৩৬) সাহারাত খান, ১নং সহ- সভাপতি, এএফ রহমান হল ছাত্রলীগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট (সেশনঃ ২০১৫-১৬) ১৩৭) আবছার হাসান রানা, উপ-ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ, এএফ রহমান হল (সেশন: ২০১৬-১৭) ১৩৮) ফাতিন আলমাস, যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ (সেশন: ২০১৭-১৮) ১৩৯) মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ (সেশন: ২০১৭-১৮) ১৪০) আসিফ ইকবাল নাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ (সেশন: ২০১৭-১৮) ১৪১) ইমরান সরকার ইমু যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, আরবি বিভাগ (সেশন: ২০১৭-১৮), পিতা: নুরুল ইসলাম, থানা: কাপাসিয়া, জেলা: গাজীপুর ১৪২) মো: নুহাস ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ (সেশন: ২০১৭-১৮), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, থানা: কানিগঞ্জ, জেনা: লালমনিরহাট ১৪৩) আলি হাসান রিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সেশন: ২০১৭-১৮) ১৪৪) মো: সামিউজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, আইন বিভাগ (সেশন: ২০১৭-১৮), পিতা: মো: আব্দুল বাকী, গ্রাম: আটপাড়া, বগুড়া সদর ১৪৫) হৃদয় মিয়া, সহ-সভাপতি, এএফ রহমান হল ছাত্রলীগ, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ (সেশন: ২০১৭-১৮) ১৪৬) নিশাদ নূর, সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগ (সেশন: ২০১৭-১৮) ১৪৭) আদনান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ (সেশন: ২০১৭-১৮) ১৪৮) মহিবুল্লাহ লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগ (সেশন: ২০১৭-১৮), মো: হাবিবুর রহমান, থানা ও জেলা: নেত্রকোনা ১৪৯) মো: মাজহারুল ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, সংগীত বিভাগ (সেশন: ২০১৮-১৯), পিতা। মো: মফিজুল ইসলাম, থানা ও জেলা। বুড়িচং, কুমিল্লা ১৫০) আনোয়ার হোসেন লালন, পরিবেশ বিষয়ক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, ভূগোল বিভাগ (সেশন: ২০১৮-১৯), পিতা: মোস্তফা কামাল, ঠিকানা: হাতিয়া পৌরসভা, নোয়াখালী জেলা ১৫১) আসিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, মার্কেটিং বিভাগ (সেশন: ২০১৮-১৯), পিতা: আশরাফ হোসেন, থানা: সৈয়দপুর, জেলা: নীলফামারী ১৫২) আরিফুল ইসলাম আলিফ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক।

এএফ রহমান হল ছাত্রলীগ, মার্কেটিং বিভাগ (সেশন: ২০১৮-১৯) ১৫৩) মো: মিল্টন শেখ, প্রশিক্ষন সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, ইতিহাস বিভাগ (সেশন: ২০১৮-১৯), পিতা: মো: আব্দুর রশিদ, থানা ও জেলা: সিরাজগঞ্জ ১৫৪) মো: জাওয়াদ আব্দুল্লাহ বারী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, শিল্পকলার ইতিহাস বিভাগ (সেশন: ২০১৮-১৯), পিতা: মো: লতিফুল বারী, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ ১৫৫) সিরাজ, এএফ রহমান হল ছাত্রলীগ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ (সেশন: ২০১৮-১৯) ১৫৬) মোহাম্মদ শওকত, (সেশন। ২০১৮-১৯) গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, বাংলা বিভাগ, পিতা: দুলা মিয়া, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার ১৫৭) ফারহান তানভীর নাসিফ, সাংগঠনিক সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, ভাষাবিজ্ঞান বিভাগ (সেশন: ২০১৯-২০) ১৫৮) মো: কামরুল হাসান শুভ, দপ্তর সম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, ইসলামের ইতিহাস বিভাগ (সেশন: ২০১৯-২০) ১৫৯) মো: আরিফ ইশতিয়াক রাহল, সহসম্পাদক, এএফ রহমান হল ছাত্রলীগ, নৃবিজ্ঞান বিভাগ (সেশন: ২০২০-২১), পিতা: মহিদুল ইসলাম, বগুড়া জেলা ১৬০) শরীয়তুল্লাহ, ইসলামের ইতিহাস বিভাগ (সেশন: ২০২০-২১), পিতা: মো: মমিনুর রহমান, জেলা: গোপালগঞ্জ ১৬১) শাহ আলম, চারুকলা (সেশন: ২০২০-২১) ১৬১) বিল্লাল হোসেন বিপ্লব, উর্দু বিভাগ (সেশন: ২০২১-২২)১৬৩) সাদ আল জাদিদ, প্রিন্টিং এন্ড পাবলিকেশনস বিভাগ (সেশন: ২০২১-২২), পিতা: জামাল উদ্দিন জয়নাল, জেলা: ) সাদ আল জাদিদ, প্রিন্টিং এন্ড পাবলিকেশনস বিভাগ (সেশন: ২০২১-২২), পিতা: জামাল উদ্দিন জয়নাল, জেলা: চকোরিয়া, কক্সবাজার ১৬৪) মো: আশরাফুল আলম অনিক, ইসলামিক স্টাডিজ বিভাগ (সেশন: ২০১৪-১৫)।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: মো: জাহাঙ্গীর আলম, উপজেলা ও জেলা: যশোর সদর, যশোর ১৬৫) তানভীর আহমেদ শাফিন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ (সেশন: ২০১৪-১৫), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: আব্বাস উদ্দিন আহমেদ, উপজেলা ও জেলা: মির্জাগঞ্জ, পটুয়াখালী ১৬৬) মোহাম্মদ মাহাবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (সেশন: ২০১৫-১৬), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: এটিএম নাজমুল হুদা, উপজেলা ও জেলা: হাজীগঞ্জ, চাঁদপুর ১৬৭) মো: রওনক জামান খান, টুরিজম এন্‌ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (সেশন: ২০১৬-১৭), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: মো: সামসুজ্জামান খান, উপজেলা ও জেলা: ঝালকাঠি সদর, ঝালকাঠি ১৬৮) সাজ্জাদুল কবির নিপুণ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ (সেশন: ২০১৬-১৭), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: মনিরুল ইসলাম, উপজেলা ও জেলা: মানিকগঞ্জ, মানিকগঞ্জ ১৬৯) মোহাম্মদ তানভীর আলম চৌধুরী, অপরাধ বিজ্ঞান বিভাগ (সেশন: ২০১৭-১৮), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: মৃত মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা ও জেলা: কর্ণফুলী, চট্টগ্রাম ১৭০) তাওহীদ হোসেন অপূর্ব, ফিন্যান্স বিভাগ (সেশন: ২০১৭-১৮), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা ও জেলা: সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ ১৭১) সাফওয়ান চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ (সেশন: ২০১৭-১৮), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, পিতা: সাখাওয়াত হোসেন চৌধুরীসহ অনেকেই। 


সর্বশেষ সংবাদ