১৬ বছর ধরে শিবিরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল: ঢাবি সেক্রেটারি

১৬ অক্টোবর ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আলোচনা সভা

আলোচনা সভা © সংগৃহীত

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বলেছেন, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলে যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির পরিচয় দেয় তাকে ৫৭ দিন রিমান্ডে দেওয়া হয়। যে শিবিরের শাখা সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে গুম করে ফেলা হয়। যিনি ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে কোরআন ক্লাস থেকে উঠিয়ে নিয়ে অস্ত্রের মামলা দেওয়া হয়। এভাবে শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সকল অফিস বন্ধ করে দেওয়া হলো। শিবিরের সকল ধরনের প্রোগ্রাম বন্ধ করে শিবিরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত ন্যারেটিভ নামক একটি সংগঠন কর্তৃক ‘জুলাই পরবর্তী ছাত্ররাজনীতি: প্রসঙ্গ ছাত্রশিবির’ শিরোনামে আয়োজিত এক ডায়ালগে এ কথা বলেন তিনি।

এস এম ফরহাদ বলেন, ছাত্ররাজনীতিতে শিবিরকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে কেউ শিবির করলে তাকে মেরে ফেলা বৈধ ছিল। শহীদ আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে শহীদ করা হয়। শহীদ হওয়ার পর তার বাবা এসে বললেন, সে ছাত্রশিবির করেন না।

তিনি বলেন, আমরা চাই ছাত্র রাজনীতি এমন হবে যেখানে হল এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বাধীন হবে এবং স্বাধীনভাবে নিজের মতামত দিতে পারবে। কোন পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল এটা ঠিক করে দেবে না হলে কে সিট পাবে আর কে সিট পাবে না। 

তিনি আরও বলেন ,২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী ছাত্রলীগের যে রাজনীতি তারা দেখিয়েছে এবং ৯০ সাল থেকে ২০০৫ পর্যন্ত যে ছাত্র রাজনীতি ছিল তার অনুরূপ কোন দখলদারিত্বের রাজনীতি চাই না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্ররাজনীতির সোনালি সময় যাচ্ছে। আমরা চাই সকল দল, মত, ধর্ম, নারী এবং পুরুষ নির্বিশেষে সকলেই সমান নাগরিক অধিকার লাভ করবে।

“আমরা চাই ছাত্ররাজনীতি এমন হবে যেখানে হল এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বাধীন হবে এবং স্বাধীনভাবে নিজের মতামত দিতে পারবে। কোন পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল এটা ঠিক করে দেবে না হলে কে সিট পাবে আর কে সিট পাবে না।”

এস এম ফরহাদ বলেন, আমরা এমন একটি ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দল তার আইডিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং শিক্ষার্থীরা তাদের মত করে স্বাধীনভাবে গ্রহণ করবে।

ডায়ালগে হামাস বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী মো. ইশরাক, শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি ও  সাবেক সাহিত্য সম্পাদক অরুণিমা তাসনিম এবং বিশিষ্ট চিন্তক ও অ্যাক্টিভিস্ট আরিফুল ইসলাম তুহিন আলোচনায় অংশ নেন।

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
বাসররাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9