ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

০৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ব্যানারে কলেজে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ব্যানারে কলেজে বিক্ষোভ © সংগৃহীত

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুয়ায়ী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার নিয়ে মিছিল করেছে ছাত্রদল। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ব্যানারে কলেজে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেন, সোমবার মৌন মিছিলের নামে ক্যাম্পাসে শোডাউন ও ছাত্রী মিলনায়তনে বিনা অনুমতিতে প্রবেশ করেছে ছাত্রদল। 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ভিক্টোরিয়া সরকারি কলেজে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে একাডেমিক কাউন্সিল। কিন্তু সোমবার সিদ্ধান্ত না মেনে ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রদল। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও তারা (ছাত্রদল) রাজনৈতিক ব্যানার নিয়ে শোডাউন ও ছাত্রী মিলনায়তনে বিনা অনুমতিতে প্রবেশ করে। এতে ছাত্রীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা মিছিল করেছি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম বলেন, সোমবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিলের আয়োজন করে ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল। তাদের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন। আর অধ্যক্ষের অনুমতি নিয়েই মৌন মিছিল করা হয়েছে। 

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঞা বলেন, ছাত্রদলের ছেলেরা আমাকে ফোন করে বলে, তারা ক্যাম্পাসে মৌন মিছিল করবে। আমি তাদের বলেছি, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। আবেদন করে অনুমতি পাওয়া ছাড়া ক্যাম্পাসে মিছিল করা যাবে না। কিন্তু এরপরও তারা মিছিল করেছে শুনেছি। আবার আজ শিক্ষার্থীরাও মিছিল করেছে। বিষয়টি নিয়ে কী করা যায়, আলোচনা করছি আমরা।

জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬