নেটিজেনদের প্রশংসায় ভাসছেন 

ঢাবি ছাত্রদল নেতা আল-আমিনের অনার্সে সিজিপিএ ৩.৫৭, মাস্টার্সে ৪.০০

মো. আল-আমিন
মো. আল-আমিন  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের বড় একটা অংশ একাডেমিক ফলাফল ভালো করেন না। আবার অনেকেই ছাত্রত্বও শেষ করতে পারে না এমন অনেক উদাহরণ রয়েছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আল-আমিন। মেধাবী এই শিক্ষার্থী প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকলেও তার একাডেমি ফলাফল ঈর্ষণীয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৫৭ এবং মাস্টার্সে ৪.০০। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে একাডেমি ফলাফলের এই ঈর্ষণীয়তার জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের।

জানা যায়, প্রথম বর্ষ থেকে থাকতেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে। শুরু থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল। তবে তৃতীয় বর্ষে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানাজানি হলে তাকে তৎকালীন ছাত্রলীগ নেতারা হলের গেস্টরুমে নিয়ে মারধর করে এবং তার কিছু দিন পর হল থেকে বের করে দিলে হল ছেড়ে উঠেন মেসে।

জানতে চাইলে মো. আল-আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় বর্ষে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানাজানি হওয়ার পর আমরা তিনজনকে গেস্ট রুম করে একসঙ্গে হল থেকে বের করে দেন । এরপর মেসে উঠলেও ছাত্রদলের কোনো প্রোগ্রাম মিস দিতাম না। 

মাস্টার্সে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০ ফল করা কীভাবে সম্ভব, জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত ইনকোর্স পরীক্ষা গুলো ভালোভাবে পড়ে দিতেন এবং ফাইনাল পরীক্ষার আগে ৩-৫ দিন করে গ্যাপ থাকতো, তখন ভালো করে প্রস্তুতি নিতাম। তাছাড়া বিভাগের একাডেমিক পড়াশোনায় সিলেবাস অনুযায়ী টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতাম, তাই ফল ভালো করা সম্ভব হয়েছে।

২০১৮ সালের পর আল-আমিন রাজনীতি ছেড়ে চাকরির দিকে মনোযোগ দেন। বর্তমানে তিনি সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। রাজনীতি ছেড়ে চাকরির দিকে মনোযোগ কেন, জানতে চাইলে  মোঃ আল-আমিন বলেন, পড়াশোনা শেষে কেউ রাজনীতিতে ক্যারিয়ার গড়বে, কেউবা চাকরির দিকে। ২০১৮ সালের পর আমি চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি। সরকারি অনেক পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীতও হয়েছি।

একাডেমি ফলাফলের এই ঈর্ষণীয়তার জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ছাত্রদলের সাবেক এই নেতা। জাকির হোসেন বিপ্লব নামে একজন ফেসবুকে লিখেছেন, এই যে আমাদের ছাত্রদলের মেধাবী মোঃ আল-আমিন । ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। হলে না থেকে, মামলা হামলা সহ্য করে, দলীয় প্রোগ্রামে উপস্থিত থেকেও ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্সে সিজিপিএ ৪.০০ এর মধ্যে সে ৪.০০ পেয়েছে। সর্বাধিক মেধাবীরাই ছাত্রদলে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence