বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আসল ফেসবুক আইডিগুলো জেনে নিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৪, ০৭:১৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকারীদের বহু ভুয়া ফেসবুক একাউন্ট তৈরি হওয়ায় প্রতিনিয়ত নানান গুজব ছড়াচ্ছে। ফলে বিভিন্ন ঘটনা বা কর্মসূচির তথ্য নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি।
এসব বিভ্রান্তি থেকে রক্ষা পেতে নেটিজেনরা চোখ রাখতে পারেন সমন্বয়কদের আসল ফেসবুক একাউন্টে। তবে এত এত একাউন্টের ভিড়ে তা খুঁজে পাওয়াই যেন মুশকিল। তাই এই প্রতিবেদনে দেওয়া হয়েছে কিছু অন্যতম সমন্বয়কদের ফেসবুক একাউন্টের ঠিকানা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম একজন সমন্বয়ক নাহিদ ইসলাম। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা
এ আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম। আন্দোলন চলাকালে বিভিন্ন কর্মসূচিতে তাকে প্রথম সারিতে দেখা যায়।
সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ফেসবুক একাউন্ট বাদেও তার একটি ফেসবুক পেইজ রয়েছে।
হাসনাত আব্দুল্লাহ এ আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরেক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ।
আন্দোলনে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন নুসরাত তাবাসসুম এবং উমামা ফাতেমা।
এছাড়াও সমন্বয়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার, আব্দুল কাদের।