কলেজ শিক্ষকদের চাকরির শর্তে পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫ জানুয়ারি ২০২৬, ১০:১৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে চাকরির শর্তের রেগুেলেশনের ২০১৯ এর ৪(২) (i) ধারায় সংশোধন আনা হয়েছে। বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘কলেজের অধ্যক্ষ পদ শূন্য হইলে / অধ্যক্ষের অবর্তমানে সংশ্লিষ্ট কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য উপাধ্যক্ষ/জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়সমূহের মধ্য হইতে ১০ (দশ) জন জ্যেষ্ঠতম শিক্ষকের তালিকা হইতে গভর্নিং বডির প্রস্তাবক্রমে ০৩ (তিন) জনের একটি প্যানেল বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করিবেন। ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট কলেজে সার্বিক অবস্থা পর্যালোচনা করিয়া প্যানেল ভুক্ত ০৩ (তিন) জনের মধ্যে হইতে তাহার বিবেচনায় উপযুক্ত যে কোন এক জনকে উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগের অনুমোদন দান করিবেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের পূর্ব পর্যন্ত ক্রান্তিকালীন সময়ে জরুরী/তাৎক্ষনিক প্রয়োজনে উপাধ্যক্ষ (যদি থাকেন) অধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করিতে পারিবেন।’

এতে বলা হয়, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ হইবে ০৬ (ছয়) মাস। যুক্তি যুক্ত কারণ ব্যতিরেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের সর্বোচ্চ এক বৎসরের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগদান করিতে ব্যর্থ হইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত আবেদন/কাগজপত্র / কার্যবিবরণী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা গৃহীত হইবে না। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে প্রভাষক পদমর্যাদার কোন শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হইলে তা অধ্যক্ষের চলতি দায়িত্ব হিসেবে পরিগণিত হইবে। এইরূপ চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ কোনোভাবেই ০৬ (ছয়) মাসের অধিক হইবে না। ০৩ (তিন) জনের প্যানেল হইতে যাহাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য মনোনীত করিবেন তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করিলে প্যানেলভুক্ত অন্য কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা যাইবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্যানেলভুক্ত কেহ অধ্যক্ষের দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে কলো কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য সম্বলিত একটি আবেদন কলেজ পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখিবার স্বার্থে ভাইস-চ্যান্সেলর তাহার বিবেচনায় যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন অন্য কোন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করিতে পারিবেন। সংশ্লিষ্ট কলেজে স্বপদে যোগদানের তারিখ হইতে জ্যেষ্ঠতা গণনা করিতে হইবে।’

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9