হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত: আসিফ মাহমুদ

০৫ আগস্ট ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি বাস্তবায়নে শত সহস্র শহীদের রক্ত বৃথা যাবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 

আজ সোমবার (৫ আগস্ট) সকালে ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এই পরিকল্পনা লিখেছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন, শত সহস্র শহীদের রক্ত বৃথা যাবে না। স্বৈরাচারের পতনে মনোযোগ দিন। রূপরেখার খসড়া চূড়ান্ত রূপে জনতার সামনে উপস্থাপিত হবে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সফলতার পর। 

তিনি বলেন, "শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ" না হওয়া পর্যন্ত এই ছাত্র-নাগরিক অভ্যুত্থান চলবে। 

শহিদ আবু সাঈদ পথ দেখিয়ে গেছেন। আমরা আগামীকাল তাঁর দেখানো পথে সারা বাংলা থেকে ঢাকার রাজপথে নেমে আসব। হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত!

এদিকে, 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুকের এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে সকাল ১১টা থেকে। শহীদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।

তিনি বলেন, 'শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে।'

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage