‘অসহযোগ আন্দোলন গান্ধীবাদীটা না, একাত্তরের মার্চেরটা’

সমন্বয়ক আসিফ মাহমুদ
সমন্বয়ক আসিফ মাহমুদ  © ফেসবুক থেকে নেয়া

অসহযোগ আন্দোলন গান্ধীবাদীটা না, একাত্তরের মার্চেরটা—বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। শনিবার (৩ আগস্ট) ভোরে এক ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘অসহযোগ আন্দোলন কিন্তু গান্ধীবাদীটা না। একাত্তরের মার্চের টা। বিস্তারিত কার্যক্রম আজকেই চলে আসবে। রবিবার থেকে 'সর্বাত্মক অসহযোগ'।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে। একইসঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মুক্তির বার্তা ছড়িয়ে পড়ুক শহীদ মিনার থেকেই: আসিফ মাহমুদ

তার আগে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) ৩ আগস্ট বিকেল ৩টায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব।’

‘আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে।’


সর্বশেষ সংবাদ