রণক্ষেত্র খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, আহত অর্ধশত

০২ আগস্ট ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
ফের উত্তাল খুলনায় বিশ্ববিদ্যালয় এলাকা

ফের উত্তাল খুলনায় বিশ্ববিদ্যালয় এলাকা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে ফের উত্তাল খুলনায় বিশ্ববিদ্যালয় এলাকা। আন্দোলনকারীদের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা জানান, ৯ দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর ২টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। 

সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা চালায়। এসময় টিয়ারগ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে অন্তত ৫০ জন আহত হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‌‘ছাত্ররা বেআইনিভাবে রাস্তায় নেমেছে। তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য টিয়ারগ্যাস নিক্ষেপ করে।’ 

বর্তমানে খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬