সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট থেকে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী মিছিল শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন হল থেকে তালা ভেঙ্গে বের হয়ে প্রায় পঁাচ হাজার শিক্ষার্থীর জনসমুদ্রে রূপ নেয় মিছিলটি।

এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। প্যারিস রোডের উপর দিয়ে পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ পর্যন্ত গেলে কয়েকশো নারী শিক্ষার্থীরা তোদের সাথে যোগদান করে। এরপর ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন পর্যন্ত গেলে হল থেকে প্রায় দুই হাজার যোগদান করে বিশাল বড় মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে ছাত্রলীগ কর্তৃক মারা হলগেইটে মারা তালা ভেঙে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে সহযোগিতা করেন।

এসময় কোটা সংস্কারের পক্ষে ও হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।

এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ঢাবি, জাবি, চবিসহ সারাদেশে আমার ভাইদের গায়ের রক্ত ঝরিয়েছে কুলাঙ্গার ছাত্রলীগ। আজ আসুক দেখি তাদের কত বুকের পাটা। এই দেশ মেধাবীদের, কোনো কোটাধারীদের না। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেও প্রকৃত মেধাবীরা আজও পরাধীন। তাই নতুন করে দেশকে স্বাধীন করেই ছাড়ব। 

এদিকে, বিক্ষোভ সমাবেশ চলাকালে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে কোনো অবস্থান দেখা যায়নি। তবে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে পুরো ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। হলে হলে তালা মেরে আন্দোলনে যোগদান করতে বাঁধা দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence