বাজেটকে স্বাগত জানাতে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (৫ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল বৃহস্পতিবার বিকেল ৫টায়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। আগামী ৩০ জুলাই বাজেট পাস হতে পারে।