শৃঙ্খলা ভেঙে অব্যাহতি পেলেন ছাত্রলীগের দুই নেতা

১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয়

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয় © সংগৃহীত

জামালপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয়। তবে তারা কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জেলা শাখার ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শামীম আহম্মেদ ও নাদিম হাসান জয়কে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

আরো পড়ুন: গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত কারণসহ সাত দিনের মধ্যে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী বলেন, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
সরকারি ৩৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage