ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৮ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১০ AM
ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী © টিডিসি ফটো

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নেমেছেন তার স্ত্রী নাজনীন নিজাম।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
এসময় তিনি স্থানীয় নারীদের সঙ্গে তাদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা উন্নয়নের বিষয়ে কথা বলেন।
প্রচারণাকালে নাজনীন নিজামকে ফ্যামিলি কার্ড হাতে নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তার স্বামীকে নির্বাচিত করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার আওতায় আনা হবে বলে ভোটারদেরকে আশ্বস্থ করেন তিনি।
এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে প্রার্থীর পরিবারের সদস্যদেরও মাঠে নামানো হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
নাজনীন নিজাম বলেন, আমার স্বামী এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে পারবেন।’
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নাজনীন নিজাম আরও বলেন, ‘ধানের শীষে ভোট দিলে আমরা তাদের ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড প্রদান করবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা যায়।
এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা, কৃষি সহায়তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। এলাকার মা-বোনদের ভাগ্যোন্নয়নে অবদান রাখতেই আমি আমার স্বামী সরওয়ার জামাল নিজামের পক্ষে ভোট চাইতে এসেছি।’
একই দিন আনোয়ারা উপজেলার কেপিজেড শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষদের সঙ্গে গণসংযোগে কর্মস্থান, ন্যায্য মজুরি ও শ্রমিক কল্যাণ বিষয়ে দলীয় অঙ্গীকার তুলে ধরেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন: সামরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামায়াত নেতা
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage